সত্যি কি হবে তাই
ছোটবেলার স্বপন
বলছ তুমি ?
সত্যি কি হবে তাই
আমার লিখা যাবে একুশের মেলায়
এজে বড় অদ্ভূত কথা ।
শুনিনিত কভু আগে
হয়ে কি যাব কীর্তিমান কীর্তিময়ী
এত ভারী অদ্ভূত বাপার ।
তবে কি হলো সফল
ছোটবেলার স্বপন
হৃদয়ে নিয়ে হাহাকার
ভাবতাম যে কত আগে ।
কোনো একটা কিছু কি আমি পারিনা করতে
যাতে দেশে বিদেশে লোকে চিনে আমায় ।
সেজন্য ছিলনা অভাব আমার কত কি চেষ্টার
কখনো ছবি পাঠিয়েছি তানিয়ার galaxyte হব মডেল
মা দিল ধমক সুরু করলো কান্না আমার ফ্যামিলি র মেয়ে
যাবে মডেলিং এটা খুব বাজে জিনিস ।
বলল পড়ালেখা কর মাগো
বাবা বলত হাতে নিয়েছি বেত
যদি বাদ দাও নামাজ ।
এভাবে সেভাবে দিন পার করতে করতে হয়ে গেছি
বড়ই সাধারণ হতে পারিনি কীর্তিমান ।
গাইতে পারিনি গান আকাশের পাখি হয়ে
ধরতে পারিনি তুলি কোনো painter এর মত করে ।
তবে বলি শোনো আজ আর ভাবিনা এসব
আজ আর নেইকোনো হাহাকার এসব এর
আজ আর হতে চাহিনা কোনো কীর্তিমান
কীর্তি সফলতায় সাধারণত মানুষ যায় কিছুটা আবেগে ভেসে
আমরাতো মানুষ সাধারণ
আবেগে হয়ে যাবে কতযে অন্যায় ।