Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

রক্তঋণ

: | : ০৫/০৯/২০১৩

ফুল তুলতে গেলে রক্ত দান করতে হয়
জলে সাঁতার দিতে গেলে কাপড় ভেজাতে হয়
ফল পেতে গেলে বীজ রোপন করতে হয়
মাটি কর্ষণ করলেই তবে উর্বর হয়, তা
হৃদয় পাতলে কি ভরে দিতে পারবে ?
– তুমি চাইলে পারব না দিতে এমন জিনিস
খুব কমই আছে , আমি জানি হাত পাতলে হাত মেলে
বুক পাতলে বুক মেলে
পিঠ দিলে পিঠ মেলে
ভালোবাসি একথাটি পারব না যেতে ভুলে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top