Top today
রক্তঋণ
ফুল তুলতে গেলে রক্ত দান করতে হয়
জলে সাঁতার দিতে গেলে কাপড় ভেজাতে হয়
ফল পেতে গেলে বীজ রোপন করতে হয়
মাটি কর্ষণ করলেই তবে উর্বর হয়, তা
হৃদয় পাতলে কি ভরে দিতে পারবে ?
– তুমি চাইলে পারব না দিতে এমন জিনিস
খুব কমই আছে , আমি জানি হাত পাতলে হাত মেলে
বুক পাতলে বুক মেলে
পিঠ দিলে পিঠ মেলে
ভালোবাসি একথাটি পারব না যেতে ভুলে ।