Top today
জন্ম যদি তব বঙ্গে
আবার যদি জন্ম হয় ; তব বঙ্গে
হে দয়াময়,
এইটুকু করো দয়া
আসি যেন ফিরে
এই জন্ম ভিটের পরে।
যে মায়ের ক্রোড়ে জন্ম আমার,
লালিত যে মায়ের স্তন্য
হে দয়াময় ,
এইটুকু করো দয়া
দিতে যেন পারি বিসর্জন ; এই প্রাণ
সেই মায়েরই জন্য ।
যে গাছের ছায়ায়; মাটির মায়ায়
করেছি খেলা সারা বেলা ধরে,
হে দয়াময় এইটুকু করে দয়া
আসি যেন ফিরে,
এই বঙ্গভূমির পরে ।