বাচতে চাই নিয়ে প্রেরণা
বাচতে চাই নিয়ে প্রেরণা
Worthless people only live to eat & drink…People of worth is eat & drink to live (The Wisdom of Socrates)
জীবন তো একটাই
একবার ই বাচবো
বাচার মত করে বাচবো
দশবার জীবন চাই না আমি
দশবার ও মরতে চাইনা আমি
কাপুরুষের মত
পুনর্জন্ম চাই না আমি
একজীবনে করতে চাই আমি
যা যা করণীয় কাজ
প্রভু সে শক্তি দাও আমায়
মরব একবারই মরব
বারবার মরতে চাই না আমি
কাপুরুষের মত
বাচতে চাই না আমি সুধু এই বলে
Eat drink and merry
বাচতে চাই অনুক্ষণ
করে নিজেরই পর্যবেক্ষণ
বাচতে চাই নিয়ে প্রেরণা
যত আছে আমার প্রিয় মহামানবেরা
প্রতি পল প্রতি মুহূর্ত
জীবনটাকে করে নিতে চাই অর্থবোধক
প্রতিমূহুর্ত বাচতে চাই মনের শান্তি নিয়ে
যেমন বুজে নিতে চাই অন্যের জীবনে আমার প্রভাব
আমার জীবনে ও অন্যের প্রভাব কে দিতে চাই একই মুল্য
বাচতে চাই সবাইকে নিয়ে অনেক সুখে শান্তিতে
পৃথিবীটাকে করতে চাই শান্তি সুখের এক পরিবেশ
বানাতে চাই পুরা পৃথিবীটাকে একই নেইবারহুড
সবাই একসঙ্গে মিলে মিশে থাকতে চাই ভাই বন এর মত করে
দেখে রেখো প্রভু তুমি আমাদের সুখে দুখে অস্ট্রপ্রহর
স্বস্তিতে ফেলতে চাই আমরা একটু নিশ্বাস
নিচ্চিন্তে চাই একটু ঘুমাতে
স্বস্তি শ্বাস ছেড়ে গেছে আমাদের হলো বহুদিন
তুমি বল প্রভু যেভাবে কি যায় বাচা
আমরা যেন যে জীবনে একবার ই বাচতে পারি একবার ই মরতে পারি
ক্ষমা কর প্রভু ক্ষমা কর প্রভু
ভুল বুজোনা আমার এই মিনতিতে