Top today
বিপ্রতীপ
সব পাঠাগার
পৃথিবীর বিশাল যুদ্ধের মাঠে
ঠায় নীরবতা।
এখানে আবেগ উচ্ছাসেরা
শব্দহীন পথচারী
রাস্তার বাতির মতো নির্বাক মহিমাময়।
এখানে শব্দের পিতা
নি:শ্বাস, জীব ও জড়ে
অসতর্ক ঠোকাঠুকি।
এখানে সবাই
ধ্যানমগ্ন ঋষিদের মতো
প্রকৃত ঋষি সে নয়
চোখেরা পর্যটক বলে।
সব প্রাণ অপ্রাণ সন্তের মতো
কেবল প্রাণিত হয়
কেবল প্রাণিত হয়….