Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মন্দির

: | : ০৬/০৯/২০১৩

দু-চোখে  পূরানো মন্দির

অতীত হয়ে ভাসে,

দেব দৈত্যের আনাগোনা

আঁধার রাতে মানুষ রুপে কাঁশে ।

 

অমাবষা্ পূর্ণিমা

কুয়াশা ভরা রাতে,

আকাশের চাঁদ তারা

হারায় ইশারাতে ।

 

রিনি ঝিনি নূপুর বাজিয়ে

হাওয়ার মতো ধেয়ে ,

নিগূঢ় ঘুমের ঘরে

টিনের চালে এ পার ও পার চলে বেয়ে ।

 

চিৎকারে চকি কেঁপে ওঠে

পালাচ্ছি দৌড়ে দ্রুত গতীতে

অতি লম্বা হাত পা-

ধরে ফেলেছে-

যা-এবার ভাগ্যে জোঠে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

Comments are closed.

go_top