Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমাদের খেলোয়াড়

: | : ০৭/০৯/২০১৩

মহা বীরদর্পে খেলছেন খেলোয়াড়
মাঝে ভুলে উচু করে
বল ছেঁড়ে তলোয়ার
একবার বল পেলে চায় না ছাড়তে
নাই ভয়,নাই ডর,চায় নাকো হারতে,

দলনেতা সারা মাঠ ছুটছেন তো ছুটছেন
চার পাশের দর্শক দেখছেন আর ভাবছেন
বল নেই তার পাশে তার পর ও মারছেন !!

নিজ দলের খেলোয়র গুনগানে দিনভর মত্য
কিবা ঘটে মিথ্যা কিবা ঘটে সত্য
দলনেতা মহাখুশি লাথি মারেন বলেতে
সাব্বাস সাব্বাস খুব ভাল খেলছেন
বল নেই তার পাশে তার পর ও মারছেন
চার পাশের দর্শক দেখছেন আর ভাবছেন !!

খেলা ভাই জমবে ও দলও আসছে
মাঠ তারা কাপাবে হুংকার দিচ্ছে
মাঠ খানা ভালো নেই, আছে অনেক গর্ত
দাও এটা সেরে দাও আমাদের শর্ত
যত হোক কারচুপির মনগড়া চিন্তা
জনতার ধিক্কার আর যত নিন্দা
রেফারি এক চোখা হলে তো হবে না
জনতা এ খেলা ভাল ভাবে নেবে না ।

জনতার চোখ গুলি হতাশায় ছল ছল
ভাল করে খেল ভাই ফিরে দাও মন বল
জনতার জলধারা মেঘ হয়ে নামবে
মাঠ খানা ভিজে গেলে
সে খেলা কি জমবে ?
দিনরাত হন্যে হার জিতের জন্যে
তুমি ভাই খেলোয়ার সকলের জন্যে
নিপুনতায় ভরপুর থাকে যদি ছন্দ
জনতা রায় দিবে পাবে মনে আনন্দ
যদি ফাউল কর তুমি জনতা বকবে
যদি ভাল খেল তুমি মাঠে তবে থাকবে
হার জিত যার হোক মেনে নেবে সহজে
জোর করে জয় চাও সেটা তো হবে না
রেফারির ভূল রায় কেউ মেনে নেবে না ।
মাঠ খানা ভাল থাক ঠিক ঠাক রেফারি
তুমি যাদি ভাল খেল জয় কিন্তু তোমারই ।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top