আমার অযোগ্যতার জন্য আমি লজ্জিত ।
লেখালেখিটা আজকাল দেখি ফিফা র্যাংকিংয়ের আকার ধারন করেছে । ফিফা র্যাংকিংয়ে জিতলে হারলে ড্র করলে নানান রকম পয়েন্ট বিভাজন দলের অবস্হান নির্নয় করে । আছে হোম এন্ড আ্যওয়ে ম্যাচ জেতার পয়েন্ট বিভাজন । তেমনি লেখালেখিতেও দেখি আজকাল পয়েন্ট বিভাজন উপদ্রব । অমুক পোস্ট করেলে অত পয়েন্ট , তমুকে মন্তব্য করলে অত পয়েন্ট । চমৎকার ! লেখালেখিতে ফিফা ফুটবল আমেজ একেবারে মন্দ না । নতুনত্ব বটে । তবে স্বয়ং ফিফা র্যাংকিং যখন হাস্যকর ঠেকে তখন ব্লগে পয়েন্ট অর্জনের উপর প্রশ্ন জাগা একেবারে অবান্তর নাও ঠেকতে পারে ।
আমার জ্ঞান অতি অধোঃপর্যায়ের । তাই অযৌক্তিকভাবে যদি কোন যৌক্তিক অমার্জনীয় অপরাধ করে বসি তবে তার জন্য অগ্রিম ক্ষমা প্রার্থনা করে রাখলাম । যদিও ক্ষমা চাওয়ার মতো উদারতা আমার যৎকিঞ্চিত , তবু লৌকিক ভদ্রতা জ্ঞান একেবারেই শূন্য নয় ।
নিয়মের বেড়াজালে যে সংস্কৃতির বিস্তার তাতে আমার আগ্রহ নেই । সত্যি বলতে কি যোগ্যতাও নেই । আমার স্মৃতিশক্তি অতি উন্নত (!) বিধায় আমার পক্ষে অধিকাংশ ঘটনা দূর্ঘটনা মনে রাখা যথাসম্ভব অসম্ভব । তাই পয়েন্ট অর্জনের তালিকা থেকে আমার নামটি বাদ দিলে মানসম্মান কিছুটা টিকে বটে । না হয় ইজ্জত বলে আর কিছু থাকবে না । আমার মূর্খতা প্রমান করার অত চেষ্টা করার কি আবশ্যকতা আছে ?
কোথায় কি লিখেছি , কবে লিখেছি তা আমার কিছুতেই মনে থাকে না । তাই নিয়ম লঙ্ঘন করার অগ্রিম দায় মেনে নিয়ে আমাকে প্রতিযোগী থেকে বাদ দিয়ে একটু লেখার সুযোগ দিলে কৃতজ্ঞতার শেষ থাকতো না ।
আমার অযোগ্যতার জন্য আমি লজ্জিত ।