Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ঝুলে আছে বাংলাদেশ

: | : ০৭/০৯/২০১৩

…………………………………………………………

 

 

ফেলানী নয়
ঝুলে মানুষ
ঝুলে মানুষের হৃদয়
ঝুলে স্বাধীনতা
লাল সবুজ পতাকা
ষোল কোঠি বাঙ্গালী
আর বিবেকের অন্ধতা ;

 

কাঠা তারে ঝুলে আছে বাংলাদেশ
ঘিরে চলছে শিকারের উৎসব উদ্যতা
মাথার খোলে মানুষ খাচ্ছে মানুষের মগজ
একদল দ্বী-পদী মানুষ নামের জানোয়ার ।

 

…………………………………………..

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top