Top today
ঝুলে আছে বাংলাদেশ
…………………………………………………………
ফেলানী নয়
ঝুলে মানুষ
ঝুলে মানুষের হৃদয়
ঝুলে স্বাধীনতা
লাল সবুজ পতাকা
ষোল কোঠি বাঙ্গালী
আর বিবেকের অন্ধতা ;
কাঠা তারে ঝুলে আছে বাংলাদেশ
ঘিরে চলছে শিকারের উৎসব উদ্যতা
মাথার খোলে মানুষ খাচ্ছে মানুষের মগজ
একদল দ্বী-পদী মানুষ নামের জানোয়ার ।
…………………………………………..