Top today
টাকা – ৩
.
ঢাকা শহর
টাকার শহর
টাকা উড়ান
পানির মতন,
এত টাকা
পাই কোথা
প্রশ্ন খানা
করতে মানা,
করলে প্রশ্ন
হবে ভস্ম
আসবে ক্যাডার
করবে মার্ডার,
তাই তো সবাই
চুপ রে ভাই
ফুস্ছে মনে
তুষ্ আগুনে ;
আগুন একদিন জ্বলবে
মনের ক্ষোভ মিঠবে ।
………………………