Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মাঝে মাঝে মনে হয় বেশ্যাকে ভালোবাসি

: | : ০৭/০৯/২০১৩

মাঝে মাঝে মনে হয় বেশ্যাকে ভালোবাসি

আমি জানি তুমি ঠিক অবাক হবে

ওরা বেশ্যা তো!

ওরা আর যাই হোক – মানুষ হতে পারে না

তবে কি? সমাজের কীট?

আমি যে দেখিছি তোমাকে

দিনের আলোয় তোমার নির্লজ্জ অভিসার

তোমার বসন উড়েছে বাতাসে

তুমি খোলা নগ্ন শরীর ,

মদের গন্ধে ভরে ছিল সেই বদ্ধ ঘর

সেদিন টাকা নিয়েছিলে কি? নাওনি নিশ্চই?

অতটা খারাপ তুমি নও

ওই ওরা , যারা রাস্তার পাশে দাড়িয়ে

আমার মতো পুরুষ খুঁজে ফেরে , গভীর রাতে

তুমি তাদের দেখে ঘৃণায় নাক কুঁচকাও

ভাবো , কত নোংরা ওরা!

তবে জানো কি, ওদের নোংরামি ঢাকা পরে যায়

রাতের কালো আঁধারে

আর তুমি ? দিনের আলোকেই মদের গ্লাসে ঢেলে

রাতের পাপটুকু শুষে নাও।

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top