Top today
সঙ্গদোষ
নিঃসঙ্গতার চেয়ে সঙ্গদোষ ভাল
ঝিনুকের খোঁজে শামুক প্রত্যয়
অনাবিলতার সিঁড়ি বেয়ে আবিল গান
অন্ধকারের জোনাকী সুখ শৌখিন আলোময়।
শব্দদোষে রাত ভেঙে যায় ঘুমের ডানা চৌচির
নিষিদ্ধ আলোকে পথ জাগে,রথ জাগে
চন্দ্রসুখ বধির।
কত পাখি মারা যায় বিলে
কত দ্বার রুদ্ধ হয় খিলে
মানুষ তবুও নেই জাগরণের মিছিলে।
@
তুষার আহাসান