Top today
ফেলানী নয়, বাংলাদেশ ঝুলছে…
তোমার কাছে, তোমাদের মতো ফেলানীর কাছে ক্ষমা চাইবার দুঃসাহস দেখাবো না। আমি তোমাদের কাছে মোটেও ক্ষমা কিংবা কোন অজুহাত দিব না, কেননা মানুষের যখন ডান হাত বাম হাত কাজ বন্ধ করে তখন অজুহাতের প্রশ্রয় নেয়। আমি আমার সরল অক্ষমতা স্বীকার করে নিয়ে তোমাদের জন্য ___________________
“ফেলানী ”
অভিশপ্ত ইতিহাসে
লুকানো চাঁদমুখের জয়
তবুও
তারকাঁটার বেড়াজালে
উল্টা ঝুলে উদ্ধত পদতলে
লাল সালাম জেগে থাক কালশিটে সীমানায়…..