Top today
“অর্থহীন স্বপ্নের অঙ্কুর”
ছুটির ঘন্টা কবেই বেজেছে
তবু বসে আছি কিসের মায়ায়?
বাড়ী গেছে চলে সুর্যটা
কেন তবু বসে গৌধূলীর ছায়ায়?
সুতো ছিড়ে উড়ে গেছে ঘুড়ি
তবু কেন বসে নাটাই হাতে?
শেষ খেয়া ভাসিয়ে চলে গেছে মাঝি
তবু কিসের টানে এখনো ঘাটে?
ফাগুনের আলো নিভে গেছে কবে
তবু কেন কৃষ্ণচুড়ার তলে?
ভেঙ্গে গেছে গল্পের আসর
তবু কেন এতো কথা আটকে আছে গলে?
বৃষ্টির ধ্যানে আকাশ পানে চেয়ে
যেখানে কাঠফাটা রোদ্দুর।
অবচেতন মনের খামখেয়ালীপনা
অর্থহীন স্বপ্নের অঙ্কুর।