Top today
ইচ্ছেগুলো
ইচ্ছে হলেই মেঘ হয়ে যাই, মেঘে মেঘে ঘুরি
ইচ্ছে হলেই পাখির মতো, দেশ-বিদেশে ঘুরি
ইচ্ছা হলো চাঁদে যাবো, গেলাম চাঁদের দেশে
ইচ্ছে হলেই বসে থাকি, চাঁদকন্যার বেশে
ইচ্ছেগুলো পাখনা মেলে, ইচ্ছেমতো ঘোরে
ইচ্ছেগুলো শক্ত করে, বাঁধি রঙ্গিন ডোরে