Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কালোই আমার ভালো…

: | : ০৮/০৯/২০১৩

আকাশকে প্রশ্ন করো- কি রঙ তোমার প্রিয়? আকাশ উত্তর দেবে-নীল আমার প্রিয়। নীল নিয়ে আছি, নীল নিয়ে আমি বাঁচি। নদীকে প্রশ্ন করো -কি রঙ তোমার প্রিয়? নদীর উত্তর ভিন্নতর-‘আমি সব রঙয়ে ভালোবাসি’।
এবার নিজের কথায় আমি। অনেক রঙয়ের মাঝে-কালোকে প্রাধান্য দিই। কালো রঙ খুব প্রিয় আমার-কেন? কারণ,কালো মানে অন্ধকার,অন্ধকার মানে নিঃস্পাপ। এছাড়া ও আরো অনেক কারণ আছে। তবে কালো বা অন্ধকার নিয়ে অনেকে অন্যভাবে ব্যাখ্যা করেণ।
আমি কালোকে প্রাধান্য দিই,আমি কালোকে প্রিয় বলে নিয়েছি কেননা, কালোর মাঝে আমি সব রঙকে দেখতে পাই। যখন প্রিয় মানুষটিকে বাচাই করতে গেলাম তখন মনের কাছে এসে ধরা দিও কালো। আমার প্রিয় মানুষটি কালো রঙয়ের সুন্দর মনা। যার চেহারায় কালো ভাসলেও মনে ভাসে অঘাৎ ভালোবাসা। আমাদের মাঝে ভালোবাসা লুটোপুটি খায়।
যেখানে আমাদের সমাজে কালোকে স্বীকৃতি দিতে চায়না। কালো হয়ে মেয়ে জন্মানোটাই পাপ,সেখানে আমি খুঁজে পাই কালোর মাঝে ভালোবাসার পূর্ণতা। বিশাল মনের অধিকারী কালো রঙের আমার মনের মানুষটা। কালো বলে তাকে আমি মেঘলা বলে ডাকি। কালো মেযেটি আমায় আজ হাত ধরে নিয়ে এলো আলোতে। কালোই আমার ভালো।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top