Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

গন্ডির দাগ

: | : ০৮/০৯/২০১৩

হাঁটতে হাঁটতে পথ গুলিয়ে যায়

পা থেকে যায় গন্ডির ভেতর

অপচয়ের অর্থ বোঝে না অবুঝ কিশোর।

 

প্রতিবাদী হাওয়ার কাছে

দমকা প্রত্যয় বৈভব নিয়ে আসে

সুর-তানে সাজে সংগীত-বাসর।

 

পদক্ষেপের চিহ্ন ধরে রাখা পথ

থেমে থাকে,

গুনে রাখে

গন্ডির দাগ, দাগের অবসর।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top