Top today
গন্ডির দাগ
হাঁটতে হাঁটতে পথ গুলিয়ে যায়
পা থেকে যায় গন্ডির ভেতর
অপচয়ের অর্থ বোঝে না অবুঝ কিশোর।
প্রতিবাদী হাওয়ার কাছে
দমকা প্রত্যয় বৈভব নিয়ে আসে
সুর-তানে সাজে সংগীত-বাসর।
পদক্ষেপের চিহ্ন ধরে রাখা পথ
থেমে থাকে,
গুনে রাখে
গন্ডির দাগ, দাগের অবসর।