প্রকাশিত অপ্রকাশিত আমি ।
মানুষ হওয়ার দায় চিরকালের । তবু নিরন্তর অমানুষ হয়ে থাকা । এই নির্মম চেষ্টাহীন অমানুষ, যত সাবলীলভাবে এবং তা সজ্ঞান ও অজ্ঞানে হয়ে চলি তার বৈপরীত চেষ্টা কোন কস্মিনকালে হৃদয়ে জন্মাবে কে জানে ? হয়তো কোন কালেই নয় । হয়তো কালের পৃথিবীতে চিরকাল দায় রেখে পরকালের অসীম গর্ভে হারিয়ে যাবো । সীমাহীন ব্যর্থতার অসীম অযোগ্যতার কাছে কোন কালেই নিজেকে দাঁড় করাতে পারবো না । মানুষ নামক শব্দটি নিজের কাছে অর্বাচীন রেখে নিজেকে অস্বীকার করার যে সহজাত যোগ্যতা অর্জন করেছি তার থেকে নিজেকে কখনোই বের করে আনতে পারবো না । কেননা তবে যে আমার ভিতরের বিকট অন্ধকারটা বেরিয়ে আসবে আর মনুষ্য সমাজে আমাকে হেয় করে তুলবে । আর যাই হোক নিজের প্রতি একটা সহজাত সহমর্মিতা অবশ্যই আছে । তাই আমার সকল কিছু সত্য , এই বিষয়ে সকলেরই কিছু অভ্রান্তি থাকা উচিত । তাতে নিজের যেমন উপকার হবে তেমনি আমারও কিছু মঙ্গল সুযোগ থাকবে । অবশ্য মঙ্গল সুযোগ না বলে যুক্তি বলাই শ্রেয় ।
মানুষ অনেক কষ্ট করে নিজের সম্বন্ধে যা প্রকাশ করে তারচেয়ে ঢের সহজে নিজেকে অপ্রকাশিত রাখে । এ অন্যায় কিছু না । শুধু পারস্পরিক বৈপরীত্য না ঘটালেই হলো । সব প্রকাশ করার আবশ্যকতা যেমন ব্যক্তিজীবনে নেই তেমনি সব গোপন করার অধিকারও নেই । ব্যক্তির নিজের উপর যেমন তার অধিকার প্রতিষ্ঠিত তেমনি ক্ষেএবিশেষে ঐ অধিকার বিশ্লেষিত । জনে জনে । শুধু উপায়টা ভিন্ন ।