Top today
শীত এলো
শীত এলো শীত
শীত এলো গাঁয়ে,
শিশির জমলো দুর্বাঘাসে
পড়ল ঝড়ে পায়ে ।
শীত এলো শীত
শীত এলো দিতে,
হেমন্তে গা-শির শির
শীত এলো নিতে ।
শীত এলো শীত
শীত এলো কাঁথায়,
গাছের মূলে শরশে ফুলে
শীত এলো পাতায় ।
শীত এলো শীত
শীত এলো গাঁয়ে,
শিশির জমলো দুর্বাঘাসে
পড়ল ঝড়ে পায়ে ।
শীত এলো শীত
শীত এলো দিতে,
হেমন্তে গা-শির শির
শীত এলো নিতে ।
শীত এলো শীত
শীত এলো কাঁথায়,
গাছের মূলে শরশে ফুলে
শীত এলো পাতায় ।