Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

শীত এলো

: | : ০৮/০৯/২০১৩

শীত এলো শীত

শীত এলো গাঁয়ে,

শিশির  জমলো দুর্বাঘাসে

পড়ল ঝড়ে  পায়ে ।

শীত এলো শীত

শীত এলো দিতে,

হেমন্তে গা-শির শির

শীত এলো নিতে ।

শীত এলো শীত

শীত এলো কাঁথায়,

গাছের মূলে শরশে ফুলে

শীত এলো পাতায় ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top