Top today
শেষ অনুরোধ
ভুল করে যদি ভালো লেগে থাকে
ভুলে যেও সেই ভালো লাগা;
আমার আঘাতে পাওয়া ব্যথায়
কেঁদে যদি কোন রাত কেটে যায়
সেই ব্যথাটুকু মনে রেখো আর
মনে রেখো সেই রাত-জাগা।
ভুল করে যদি ভালো লেগে থাকে
ভুলে যেও সেই ভালো লাগা;
আমার আঘাতে পাওয়া ব্যথায়
কেঁদে যদি কোন রাত কেটে যায়
সেই ব্যথাটুকু মনে রেখো আর
মনে রেখো সেই রাত-জাগা।