Top today
স্বপ্নের মানবী
কখন ও হয়ে যাও তুমি খোলামেলা মোনালিসা -চিত্র স্রষ্টার
মুগ্ধ চোখে চেয়ে রয় সহজ কবি, হতবাক যেন অপরূপ রূপে
আবার হয়ে যাও দুস্পাঠ্য আদিম শীলালিপি রহস্যের আধার
কি যেন এক অজানা শন্কায় অঁধর তোমার থরো থরো কাঁপে,
সন্ধ্যার কালে লজ্জার ছলে জোনাকী জ্বলে কি যেন বলে
রহস্যের পাথরে হাটে সরল কবি নীশিথের সহজ অন্ধকারে
অদ্ভুদ অন্ধকারে কে যেন পথ দেখায় মায়াবী পিদিম জ্বেলে
স্বপ্নের পথ ধরে হেটে চলে কবি বহুদূরে আপন বুকের পাজরে ;
হঠাৎ অন্ধকারে সেই মায়াবী হাত ধরে চেয়ে দেখে চম্কে কবি
অপরূপ রূপ একখানি মুখ,আরক্ত লাজে যেন অনুরাগে জ্বলে
দুস্পাঠ্য শীলালিপির সকল রহস্য ঝরে তার দু’চোখের জলে
পঠল চেরা চোখ, হৃদয় পটে আঁকা-এ যে সেই স্বপ্নের মানবী;
হাত দু’টো ধরে সোহাগী হৃদয় দু;টো পৌছে যায় স্বপ্নের বন্দরে
এমনি করে বুঝি হায় হাওয়ারে পেয়েছিল আদম স্বর্গের ভিতরে।