Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“আমাকে মুক্তি দিয়েছ”

: | : ১০/০৯/২০১৩

অপেক্ষার বেকার সময় থেকে

দিয়েছ আমায় মুক্তি।

অর্থহীন ক্ষয় করেছি

কতটা মানসিক শক্তি।

কখনো অযথা পথচারী

তোমাকে দেখার সাধ।

তাওয়াফ করেছি বারংবার একই পথে

দিয়েছি নানান অজুহাত।

লাজ-শরমের মাথা খেয়ে

তোমার চলার পথে ঘোরাঘুরি করেছি সকাল-সন্ধ্যা।

মায়া মাখা মুখখানি একটিবার দেখার

এঁটেছি কত পন্থা।

কত কৌশলে কত ছলে

করেছি আমি অপেক্ষা।

আমাকে তুমি মুক্তি দিয়েছ

আর নয় ধৈর্যের দীক্ষা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top