Top today
“আমাকে মুক্তি দিয়েছ”
অপেক্ষার বেকার সময় থেকে
দিয়েছ আমায় মুক্তি।
অর্থহীন ক্ষয় করেছি
কতটা মানসিক শক্তি।
কখনো অযথা পথচারী
তোমাকে দেখার সাধ।
তাওয়াফ করেছি বারংবার একই পথে
দিয়েছি নানান অজুহাত।
লাজ-শরমের মাথা খেয়ে
তোমার চলার পথে ঘোরাঘুরি করেছি সকাল-সন্ধ্যা।
মায়া মাখা মুখখানি একটিবার দেখার
এঁটেছি কত পন্থা।
কত কৌশলে কত ছলে
করেছি আমি অপেক্ষা।
আমাকে তুমি মুক্তি দিয়েছ
আর নয় ধৈর্যের দীক্ষা।