Top today
আর ফোটে না হাসি
বুড়ো দাদা রেগে মেগে, ফায়ার হয়ে এলেন
একটু আগে ব্যাগটা নিয়ে, বাজারেতে গেলেন
আগুন হয়ে বলেন দাদা, পাই না কোনো দিশ
বাজার ভর্তি মাছ-শব্জীতে, ফরমালিনের বিষ
তারপরেতে আরো খবর, নেই ভেজালের শেস
দুখের কথা লিখে দাদা, করবে কোথায় পেশ
দাদার মুখে যায় না খাওয়া, আর ফোটে না হাসি
গলা প্যাঁচিয়ে বলি দাদা, তোমায় ভালোবাসি