Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

নষ্টামি

: | : ১০/০৯/২০১৩

কষ্টের দেশে নষ্টামি এখন তুঙ্গে ।
ভিন দেশি কেউ ভাবতেও পারবে না যে,
এত নষ্টামির পরও রাষ্ট্রযন্ত্র সচল আছে কিভাবে !
নষ্টামির সংক্রামণে পঙ্গু দেশের পা, তবুও খোড়িয়ে
খোড়িয়ে পথ চলা, কারণ দেশ মাতা মমতার ভান্ডার অফুরান ।

এখানে শিক্ষার নামে চলে নষ্টামি !
শিক্ষা প্রতিষ্ঠানের নামে কেউ কেউ খুলে বসে আছে ব্যবসা
প্রতিষ্ঠান,পাবলিক কিংবা প্রাইভেট, প্রতিনিয়ত কিছু তরুণ
তরুণী বাধ্য হয়ে নষ্ট হচ্ছে এসব পাঠশালায় !

এখানে হাটে নষ্টামি, ঘাটে নষ্টামি
এখানে রাস্তায় নষ্টামি, চাউলের বস্তায় নষ্টামি
পরিবারের ভরণ পোষণে নষ্টামি, সন্তানের বেশ ভূষণে নষ্টামি ।
লেখাপড়ার সিষ্টেমে নষ্টামি, চাকরী দাতার নিয়োগে নষ্টামি !
পত্রিকার খবরের ভাষায় নষ্টামি, পাঠকের নৈমত্তিকাশায় নষ্টামি
অর্থাত্ বক্তার ভাষণে নষ্টামি, শ্রোতার মনে নষ্টামি !

নেতাদের প্যাঁচুক মস্তক আর বক্তিতায় নষ্টামি
অফিসে কেরানীর ফাইল আর পাঠশালার পুস্তকে নষ্টামি!
জনপ্রতিনিধির পদে নষ্টামি, জনতার নিয়তে নষ্টামি !
রাজনৈতিক নেতা নেত্রীর মনে নষ্টামি, তাই তো দেশের
উন্নয়নে নষ্টামি ! মন্ত্রীর নিয়োগে নষ্টামি, ক্ষমতা প্রয়োগে নষ্টামি !
উকিলের যুক্তিতে নষ্টামি, তাই তো রায়ের ভিত্তিতে নষ্টামি !
আমলার ফাইলে নষ্টামি, পুলিশের জেলের সেলে নষ্টামি !

এখানে নষ্টামি নেই শুধু অসহায় কৃষকের নিড়ানি আর লাঙ্গলে
মেহনতি শ্রমিক মজুরের ঘাম আর দুই হাতের আঙ্গুলে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top