Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ববিতা

: | : ১০/০৯/২০১৩

অদ্ভুত সুন্দর তুমি।
সে রুপের বর্ণনা বলো আমি কিভাবে করি?
মনে হচ্ছে আদিযুগের মহাকবি কালিদাসকে নিয়ে আসতে হবে এ যুগে।
হয়তো তুমিও ছিলে সে যুগে।
তোমার রুপেই উর্বশী, শকুন্তলার রুপ।
তোমাকে পাওয়ার আকাঙ্খায়ই লেখেছে সে মেঘদুত কাব্য।
আমি ভাবি তোমাকে।
ভাবি, যুগযুগ আমি তোমার কথাই ভাববো।
তোমার কন্ঠ শ্রাবণ দিনের সুর।
আমি জানি তুমি ছিলে এশিয়ার রাজকন্যা
মিশরের রানী।
আমি বলি, বারবার বলি,
সুখে থাকো তুমি,
সুখে থাকো নন্দিনী।

সে নিশ্চয়,
তোমার কেশ দেখেই
বঙ্কিম বর্ণনা করেছে কপালকুন্ডলার কেশ।
আমি ভাবি, শুধুই ভাবি
তোমার রুপেই
উজ্জেয়নীর বেশ।
তোমার কাজল চোখেই
মহাভারতের ভাগ্য,
অমরত্বের সিংহাসনে রানীর বেশে
তোমার রুপই যোগ্য।

তোমার হাসির ঝঙ্কারে দ্বীপ রচে ভারত মহাসাগর,
গোবি মরুভুমিতে হয় মরিচিকা।
তুমি নিস্তেজ জোনাকীর বুকে আলোর পরশ আঁকা।

তুমি ববিতা,
চন্দ্র রুপে সবিতা,
ছন্দ হয়ে কবিতা।

১৫.০৮.১৩, বদলগাছি, নওগাঁ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top