Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বিখ্যাত আমি বিশ্বজিত

: | : ১০/০৯/২০১৩

বিখ্যাত আমি বিশ্বজিত

 

টিনের চলে কাক

কেও কেও দেখে হও অবাক
আমি হয়েছি অবাক ।

আমি বিশ্বজিত
হয়েছি ভীষন অবাক
শোন তোমরা আমি বিশ্বজিত
বলতে চাই কিছু কথা
আগে বলতে পারিনি আমি যে কথা ।

প্রাণভয়ে যখন পালাচ্ছি আমি বিশ্বজিত
আর হয়েছিলাম কতই অবাক
ওরা কেন আমাকে করছে তাড়া
নিয়ে ছুরি বল্লম দা ।

একবার ভাবছি অবাক হয়ে
মনে হয় ভাবছে ওরা আমায়
কোনো কর্মী শিবির ।
বলতে চেষ্টা করেছি প্লিস
আমি হিন্দু বিশ্বজিত
নহি আমি শিবির কর্মী বিশ্বজিত
ভেবেছি এর পরে হবে দয়া তাদের
করবেনা আর কোনো আঘাত আমায় ।
তারপর যে ওরা কেন করলে আঘাত
দিলেনা বাচতে আমায় ।

আমি বিশ্বজিত  হলাম ভীষন অবাক
যখন দেখলাম চারপাশে
আমার অনেক মানুষ ,
কেও বা পুলিশ ,
কেও বা কামেরা ম্যান
আমি হয়ে যাচ্ছিলাম কতই না অবাক
দেখলাম যখন একটা একটা করে পড়ছে
শরীরে আমার কোপ চাপাতির
আর কামেরার ফ্ল্যাশ ও জলছে সমান ভাবে ।
অনেক মজা পেলাম এ দেখে
হয়ে তো যাচ্ছি বিখ্যাত বেশ
কামেরামান তুলছে ছবি আমার
যেন আমি কোনো স্টার
বা কোনো সিনেমার অভিনেতা ।

হয়েত গেলাম বিখ্খাত বেশ
পেপার এ দেখলাম প্রতিদিন হচ্হে ছাপা
আমার লাশ রক্তমাখা ।
ভালো লাগছে দেখে এ বেশ
বিখ্যাত আমি বিশ্বজিত ।
শুদু মন মানেনা যখন
মনে হয় আমার অভাগী এক মা
যে দিয়েছে জন্ম আর যার মাটিতে হয়েছে
জন্ম আমার .নিজের অবাঘি মাকে রেখে যাচ্ছি
আরো চরম অভাগা জন্মভূমি মায়ের কাছে ।

চলে তো গেছি পৃথিবীর ওপারে
তোমরা  যারা আছ এখনো বেছে।
খুব দুচিন্তা হয় তোমাদের  জন্য ।
একই সঙ্গে  হয় ভারী
অভিমান ও তোমাদের উপর।
সেদিন ছিলেনা সেখানে একজন ও কি?
দেখাতে এটকু প্রকাশ ভালবাসার
প্রতি আমার আমি বিশ্বজিত।
বল আমি কি করেছি কোনো অন্যায়
কেন যেতে দিলে আমায় ।

এখন সুধু কেদে কেদে আল্লাহ কে বলি
এত কষ্টের সংগ্রাম এই দেশটাকে বাচাও ।
মানুষের মধ্যে আরো বেশি করে দাও
মমত্তবোধ .মনুষত্ব আরো অনেক জাগরণের বোধ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top