Top today
ব্যস্ততম বেকার
ব্যস্ততম বেকার
মিলন বনিক
সীমাহীন বেকার,
দাঁড়াবার ঠাঁই নেই যেন-
অথচ প্রচুর সময় থাকার মত একজন কর্মহীন মানুষ।
একটা চাকরী, যা দিয়ে ক্ষুধাটা নিভৃত করতে পারি।
বাবার ঘামে ভেজা প্রতিটি রক্ত কনিকায়
এক নির্মল আনন্দ, যখন ডিগ্রি নিলাম।
বিনিময়ে বাবাকে একটু বিশ্রাম,
পরিজনের ক্ষুধার্ত চাহনিতে দু-মুঠো অন্ন-
তাও নেই। অচ কত ব্যস্ততায় চলে যায় সময়ের এক একটা প্রহর।
পত্রিকার সামনে চোখ ঝলসে উঠে,
কোন কৌতুহলী খবর নয়, নয় রাজনীতি, সমাজনীতি,
জিঘাংসার সামান্য অনুভূতিও নয়,
নিয়োগ বিজ্ঞপ্তির বড় হরফ দেখে।
রৌদ্র তপ্ত গলিত লাভার মত, পিছঢালা পথে ছুটে চলি,
অফিস থেকে অফিসে, নির্মম নিয়তি, হতাশার তীব্র দহন-
যেন জলন্ত ভিসুভিয়াসের দাহ্য যন্ত্রণা।
আমি যেন পৃথিবীর দ্রুততম মানুষগুলোর একজন।
আমার প্রতি মূহুর্তের পথচলায়-
এক বেকার যুবকের সীমাহীন ব্যস্ততা।
পশ্চিম গুজরা, রাউজান/২৪-১০-৯২ ইং।