Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

শপথ

: | : ১০/০৯/২০১৩

শপথ
– মোঃ মোসাদ্দেক হোসেন

ঘর হতে মা বের হতে দাও
গড়তে-ই স্বাধীন পথ
গড়তে হবে সোনার এদেশ
নিয়েছি যে শপথ।

সকল বাঁধা জয় করে মা
আনব আমি বিজয়
শক্ত হাতে প্রাণের স্বরে
ভেঙ্গে দিয়ে সব ভয়।

পাখির স্বরে মাটির টানে
আপন করে নিয়ে
হাজার পথের স্বপ্নটাকে
গড়ব বিজয় দিয়ে।

আলোর পথের স্বপ্নটাকে
দেবনা করতে রোধ
আলোর মশাল হাতে নিয়ে
করেছি যে শপথ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top