স্বপ্নবিলাসী মন
ছোট আঙ্গিনা থেকে একটি ঘুড়ি ওড়ানো যায়, কিন্তু মাঠ থেকে অনেক গুলো।তেমনি আমার মনের প্রান্ত থেকে একটি ভালোলাগার ঘুড়ি ওড়াতে ইচ্ছে করে। আমার ভালোলাগার ঘুড়িকে মনের মাধুরী দিয়ে সাজাতে ইচ্ছে করে। আমার স্বপ্নবিলাসী মন স্বপ্ন সাজায়। স্বপ্নের ধারা অন্তহীনভাবে বয়ে চলে। আমার স্বপ্ন আর স্বপ্নকুড়ো দিয়ে বহুদূরে নির্জনে পাহাড়ের চূঁড়ায় বাড়ি হবে। সেখানে আমি সুখের স্বর্গ রচনা করবো। কোন যতনা, কোন ব্যর্থতা সেখানে স্পর্শ করতে পারবেনা। আমার স্বপ্নবিলাসী তুমি প্রতিনিয়ত অবগাহন করছো আমার অন্তরে। তোমাকে সাজাই আমি অসীম নীলআকাশের নীচে, সাগরের স্বচ্ছ নীলিমার ধারে। যেখানে গানের পাখিরা গেয়ে ওঠে তাদের নিজস্ব নিয়মে। সমাজের হীনমান্যতা উপেক্ষা করে চলে যেতে মন চায় স্বপ্নবিলাসী শুধু তোমাকে ঘিরে।
আমার স্বপ্নপুরুষ হবে খুবই ব্যক্তিত্ববান। সেও আমার মত প্রকৃতি প্রেমি হবে। সে হবে আমার সব চেয়ে আপন, সবচেয়ে সুখ, সবচেয়ে একান্ত, সব ভালোলাগা এবং ভালোবাসার উর্ধ্বে।
গৌধুলী বেলায় আমার স্বপ্নবাতি অপরূপ হয়ে সাজবে। আমি সেই মনোরম দৃশ্য দেখে জীবনের অর্থ খুঁজে বেড়াবো, আর সূর্যাস্তেও রক্তিম আভায় আমার জীবনের সমস্ত ক্লান্তি মুছে দেবো। শ্রাবণের বারিধারায় মনের আকুলতা শুধু তোমাকে ঘিরে হে স্বপ্নবিলাসী। আমার সারাটা দিনের মেঘলা আকাশ। আমার সবটুকু সুখ শুধু তোমাকে দিলাম। আশাহীন হয়ে দিশেহারায় ছোটাছুটি হয় প্রতিদিন। আমার স্বপ্নগুলো বাস্তবতার ছোঁয়া পায় না। জীবন আর জীবনের মর্ম মুখোমুখি এসে দাঁড়ালো। হতাশায় আমি দুহাতের তালুতে মুখ লুকালাম। ওখানে যে কোন অর্থময়তা নেই। আমার এই জীবন প্রান্তে গতিময় দুঃখকে চলার পথ থেকে সরাতে পারি নাই। আর পারিনি বলে বেদনার সবকিছু ঘিরে আছে আমাকে নিয়ে। জীবনের বাঁকে বাঁকে অস্পষ্ট স্বপ্নগুলো বাঁচার অনুপ্রেরণা যোগায়। অদৃষ্টের সাথে তাই নিজেকে সঁপে দিয়েছি। কাগজের সাথে কলমের, মনের সাথে মনের। জীবনের সাথে যৌবনের যেমন সাক্ষাৎ ঘটে তেমনি কারো সাথে সাক্ষাৎ না ঘটলেও জীবনকে অতি উপলব্দি করতে শিখেছি। একজন পরিপূর্ণ মানুষের যে বিলাসিতা তা বাস্তবায়ন করা পর্যন্ত সমস্ত দুঃখ, যন্ত্রণা অতিক্রম করে ইচ্ছের আকাশে ডানা মেলে ওড়াল দেবো হতাশার কালো মেঘ ছুঁয়ে ছুঁয়ে।
স্বপ্নবিলাস তুমিই বলো আমি কি বড় ভুল ভাবে পৃথিবীর পথে হাঁটছি? যদি তাই হয় তবে এতো ধুলো বালির মাঝে কি একা একা শুদ্ধতার খোঁজ হয়? অথচ অশুদ্ধের আলিঙ্গনেও যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে! কী করবো বলো স্বপ্নবিলাসী। আমি যে শুধু তোমার সান্নিধ্য পাওয়ার অপেক্ষায় আছি। কখন ধরা দিবে বলো স্বপ্নবিরাসী!যদি তা না হয় তবে দিতে পারো আমাকে অন্তহীন ছুটি। দেবে স্বপ্ন বিলাসী আমাকে ‘ বিমূঢ় ভীড়ের থেকে ছুটি’?