Top today
আগুন ছুঁয়েছ তুমি
আগুন ছুঁয়েছ তুমি
ভেবে নেবে পিপাসার্ত তুমি,
ঘন জল বরফে অনাসক্ত শরীর তোমার
তাপিত স্পর্শ খুঁজে ফের তুমি,
বসন্তে দেখো ভালবাসার ঘ্রাণ ফোটে
পলাশের ঠোঁটে দেখো বিরান সৌন্দর্য !
আগুন হুতাশে চৈত্রের খরা মাটি
সহস্র চিড় তার আকাশ দৃষ্টিতে
ঝড়ের দাপটে ছিন্ন কালো মেঘে
আঘাতের সুখ প্রাণে ঝির ঝির বৃষ্টি নামে
সে বিন্দু প্রাণ বারি,মৃত্তিকার গর্ভাধারে
জন্ম নেয় সবুজ প্রাণময়তা।