Top today
আমি তো নই
আমি তো নই সাগরের তীর
কিভাবে মিটবে তৃষা ঢেউয়ের জলে?
আমি তো নই বৃষ্টি ঝিরঝির
কিভাবে ভেজাবে না, যাবে শুধু ভুলে?
আমি তো নই একখন্ড মেঘ
কিভাবে আমার মনে পড়বে না ঢাকা?
আমি তো নই হিমেল হাওয়ার বেগ
কিভাবে আমারে বলো যাবে বেঁধে রাখা?
আমি তো নই চন্দ্রের পরশ
কিভাবে তুমি জ্বলে পুড়ে জ্বলবে না?
আমি তো নই বিধাতার আরশ
কিভাবে মানবতার বানী ঝরবে না?
আমি তো নই বনের হরিন শুধু
কিভাবে তুমি আমারে করবে শিকার?
আমি তো নই মরুভুমি ধুধু
কিভাবে প্রেমের ছোঁয়া লাগবে না ঝর্ণার?
আমি তো নই শুধুই পৃথিবীর
কিভাবে প্রেম যাবে না বিশ্ব ছাপিয়ে?
আমি তো নই বসন্তের নীড়
কিভাবে ছেড়ে যাবো পৃথিবী না কাঁপিয়ে?
১৮.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।