Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

গ্রামটি আমার

: | : ১১/০৯/২০১৩

বন্ধু লেখে গ্রামের পাশে বইছে একা একা
মন কাড়া এক মিস্টিস্বভাব নদী !
শুনেই আমার মনটা ওঠে কেঁদে
আমার গাঁয়ে পাশে পাশে বইতো কেহ যদি !

তাদের গ্রামে বর্ষা যখন নামে
কদম গাছে ফুলের জোয়ার আসে !
সন্ধ্যা হলেই ঝিঁঝিঁ পোকার গানে
রূপকথারা মেঘের সাথে ভাসে !

তাদের প্রিয় মিস্টি দাদুমনি
গল্প ফেঁদে রাতের আসর জমায় !
তেপান্তরের মাঠের আরেক পারে
স্বপ্নগুলো কেবল পাড়ি জমায় !

আমার গ্রামে নাই যে তেমন কিছু
খেলে শুধু মিস্টি কিছু পাখি।
বৃষ্টি ভেজা সোঁদা বাতাস এলে
বুকের কাছে তাদের ধরে রাখি !

ফুলের অভাব ভোলায় রঙিন বিকেল
লালের ছায়া দেখায় এঁকে এঁকে !
সন্ধ্যাগুলো ধীর পায়েতে নামে
আয়েশ করে বসতে থাকে জেঁকে !

তাদের সাথে মিলছে না যে মোটে
তাই নিয়ে আজ করবো আমি কি যে ?
গ্রামটি আমার অন্য রকম বলেই
থাকছে আমার ভালোবাসায় ভিজে !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top