Today 03 Nov 2025
Top today
Welcome to cholontika

জলগ্রস্ত

: | : ১১/০৯/২০১৩

আমাদের জলগ্রস্ত নাজুক জীবন
নানা কিংবদন্তীতে প্লাবিত
বৃষ্টির জলের লোভে চাতকের জাতভাই
আমাদের সকল কৃষক
একদা এমত লোককথা চালু ছিলো
গ্রামান্তরে উঠানে উঠানে
নানা যন্ত্রপাতি এসে
ভেঙে গেলো এইসব লোককথা

নদী-জল ঘোলা হলে
হাসিতে প্লাবিত হতো
কৃষকের মুখ
এবার পলির ফলন হবেই
তাতে আমাদের জমিগন
হয়ে যাবে দারুন পোয়াতি !

নানা সার এসে পলিদের দিন চলে গেলো

নদীরাও ইচ্ছামৃত্যু পান করে
মৃতবৎসা হয়ে যায়
হয়ে যায় স্মৃতি !
অথচ নদীর সুনামে সুনামে
প্লাবিত হয়েছে কতো
জারিগান, সারিগান
নাটক, নভেল
নদী ও নারীর মিতালীও
কিংবদন্তীতে প্লাবিত

নদীরা তো মৃত্যুপায়ী
নারীরা কী করে ?
নদীতে কলস নিয়ে
নারী আর যায় না যে ঘাটে !

এখন প্লাবিত হয়ে
জলের অভাবে
ভেসে যায়
জলগ্রস্ত সকল মানুষ !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top