Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

দুখ বিনা সুখ লাভ হয় কি মহিতে

: | : ১১/০৯/২০১৩

দুখ বিনা সুখ লাভ হয় কি মহিতে

কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
দুখ বিনা সুখ লাভ হয় কি মহিতে
(বাংলা ভাবসম্প্রসারণ এর লাইন )

যত হাসি তত কান্না
বলে গেছেন রাম সন্না
আজকের সন্নার বক্তব্য কি
বলে সন্না যত কান্না তত হাসি ।

শোন এ পৃথিবীর রীতি
দুখের পর আসে সুখ
সুখের পর  দুখ ।
দুখ যখন আসে
বরণ করে নাও
ভালবাসায় আর আন্তরিকতায়
খোদার অনুগ্রহ সম ।

সাথী করে নাও এ সময়

ধৈর্য; অকৃত্তিম বন্ধু রূপে
দুখের নদীতে একমাত্র

প্রেরণার বীজ সম।
করতে থাক তোমার যত
করণীয় তত কাজ
কর্তব্য কাজে করনা কো
মোটে  হেলা ।

দিন শেষে কাজ শেষে
দেখবে যখন আপন
সাফল্যের ফসল খানি
দুখের জায়গায় এসে স্থান
করে নিবে সুখ ।
বুজতে পারবে দুখের মহিমা খানি
কেন সৃষ্টিকর্তা পালনকারী
জীবনটা আমাদের সাজিয়েছেন এভাবে
দুখ টা   কে সুখের সাথে একই সমান্তরালে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top