Today 13 Jan 2026
Top today
Welcome to cholontika

“বাধা”

: | : ১১/০৯/২০১৩

খয়েরী রঙের একরোখা পাহাড় দাঁড়িয়ে।
মাথা উঁচু যেন অহম ছাড়িয়ে।
ডিঙ্গায় না কিছু যেন হিটলারের হুকুম।
চৈত্র যেন সারা বর্ষের মৌসুম।
পাহাড়ের এই কুলে যত মৃত মৃত্তিকা।
মরে গেছে প্রেম;মরে গেছে রাধিকা।
ঐ নিষ্ঠুর নিরস পাহাড়-তোর কিসের এতো ক্ষোভ?
এই কুলের প্রতি কেনো এতো হিংসের লোভ?
দাঁড়িয়ে থাকিস্ তুই বাধার দেয়াল।
তোর গায়ে ঠুকে মঙ্গলের কপাল।
তোর হেতু এই কুল দেখেনি মঙ্গলের সুরত।
একুলে বসিয়েছিস্ তুই অলক্ষ্মীর আড়ত।
ওরে একগুঁয়ে নির্বোধ অটল পাহাড়।
সরে দাঁড়া;খুলে দে আশীর্বাদের দুয়ার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top