Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

”নাম কামায় না নাম”

: | : ১২/০৯/২০১৩

মা-বাবার দেয়া
হাকিম তাহার নাম,
হাইকোর্টের ঝাড়ুদার
ঝাড়ু দেয়া কাম।
গরিব উল্লাহ নাম
দেখো তার খেল,
গাড়ী-বাড়ীর বহর
অর্থ-কড়ি অঢেল।
গায়ের রঙ যেন
অমাবস্যার ছবি,
তবু তারে সকলে
চাঁন মিয়া ডাকি।
মধ্য বয়সী মানুষ
দাঁড়ি-মোছের বাহার,
অবাক তবু হয়ো না
‘বাবু’ নাম তাহার।
‘নেম প্লেট’-এ লিখা
সত্য প্রকাশ দত্ত,
মিথ্যে ছাড়া দিন কাটে না
ইহাই ভীষণ সত্য।
নামাজ নাই-কালাম নাই
‘আব্দুল কুদ্দুছ মোল্লা’,
মুদী দোকানে বসে বসে
বেশ-কম করে পাল্লা।
হিসাব কষিয়া দেখিলাম
নাম কামায় না নাম,
কামের গুনে নাম করিলে
তবেই নামের দাম।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top