Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

সবকিছু ঠিক আছে

: | : ১২/০৯/২০১৩

পাওয়ার অধিকার ছিল বঞ্চিত হয়েছি দু’চোখে এঁকেছি স্বপ্ন

মানুষের সব চাওয়া পাওয়া হয় না

মা করুণ চোখে তাকিয়ে থেকে বলত

কত সাধ এই মনে জমা হয়ে আছে তোর জন্য

কিন্তু সাধ্য যে নেই !

সন্তানের জন্য কিছু করতে না পারার অক্ষমতা

ঘুণে পোকার মতো কুরে কুরে খায়।

মায়ের দিকে সজল চোখে তাকিয়ে বলতাম

ভালো করে দেখ মা, সবকিছু ঠিক আছে।

 

বিশ্ববিদ্যালয়ে ডির্পাটমেন্টের করিডরে

বুকে কাঁপন ধরা সব সুন্দরীদের পাশ দিয়ে হেঁটে গেছি

তাদের দেখে লাল-নীল স্বপ্নরা  এসেছে পাখা মেলে

কিন্তু তারা আমার দিকে ফিরেও তাকায়নি,

মনকে বুঝিয়েছি অপেক্ষা কর, সবকিছু ঠিক আছে।

 

বেকার জীবনে এসেছিল নিপা

বিয়ের দরজায় কড়া নাড়তেই বলেছিল সে

প্রতিষ্ঠিত হও তারপর…….।

অনেকদিনপরে তার সাথে হঠাৎ দেখা হয়ে গেল নিউমার্কেটে

একটু দুরে একটা লোক দেখিয়ে বলল ঐ আমার হাজবেন্ড

তুমিতো প্রতিষ্ঠিত ছিলে না, তাই……………!

বুকে কান্না চেপে বলেছিলাম সবকিছু ঠিক আছে।

 

চাকরীর ভাইবা দিতে অফিসে অফিসে ঘুরেছি

একটুখানি মাথা গোঁজার ঠাঁই পেতে

এখানে সেখানে বেড়িয়েছি যাযাবরের মতো

যখন কোথাও কিছুই মেলেনি

জীবনকে অভিশাপ দিতে দিতে বলেছি

এইসবই ভাগ্যের লেখন সবকিছু ঠিক আছে।

 

বাবা শয্যাশায়ী চিকিৎসাহীন, ঘরে সংসার ভাঙা বোন

লজ্জায় ঘৃণায় রাতের অন্ধকারে

চোরের মতো মুখ লুকিয়ে বাড়ি ফিরেছি অনেকদিন পরে।

সবার চোখে গভীর বেদনার বোবা দৃষ্টি দেখেছি;

বুকফাটা যন্ত্রণায় ঘুমের ঘোরে চিৎকার করে উঠেছি

সব ঠিক আছে, সব ঠিক আছে;

আমরা পরাজিত। সবকিছু মেনে নিতে হবে।

 

সময় বদলায় মানুষ বদলায় সাথে ভাগ্যও বদলায়

এখন বিলাসবহুল বাড়ি, দামি গাড়ি, দামি আসবাপত্র

অফিসে সালাম পেলে বলি, ঠিক আছে।

বিজনেসে নতুন প্রজেক্টে ইনভেস্ট লাগবে

বলি, ঠিক আছে।

মানবতার সেবায় দান করতে হবে। বলি, ঠিক আছে।

এখন সবকিছু ঠিক আছে ! সবকিছু ঠিক আছে!! সবকিছু ঠিক আছে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top