Top today
কিছুক্ষণ কেটে যাক গানে গানে
অনেক ভাল বেসেছি
আর ভাল বাসিতে আমি পারব না
যত ভাল বেসেছি
তত ব্যথা দিয়েছ
আর ব্যথা সইতে পারি না ।।
ঐ…..।।
আমি দিয়েছি তোমায় প্রেম মালা
তুমি দিয়েছ শত ঘৃণা জ্বালা
এক হাতে কখনো তালি হয়না ।
ঐ ……।।
দিবস নিশি পুড়েছি একা তোমারে ভাবিয়া
কখনো ভাবনি আমায় পাথর তোমার হিয়া
ভালবাসি তোমাকে বলে
পুড়িতেছ তিলে তিলে
নয় তো কভু পারতে না ।
ঐ ……।।