Today 13 Jan 2026
Top today
Welcome to cholontika

একজন বিবাগী

: | : ১৪/০৯/২০১৩

 

কামনার সব রঙ মেখে

আমিও বলে দিতে চাইএকজন বিবাগী , 

হৃদয়ের রক্ত ক্ষরণে তোমাকে ভালোবাসি ।

ভীষণ ইচ্ছে করে পারি দেই কোন অজানাতে কিংবা

অঝোর বৃষ্টিতে আদিম উন্মত্ততায় ভিজি দুজনে আর 

স্বপ্ন বুনি দূর আকাশের  মেঘের ভেলাতে । 

যেখানে স্বপ্ন গুলো রঙ্গিন নেই মন খারাপের সাথে আড়ি ।

ফিকে স্বপ্ন এইভাবেই ছিঁড়েখুঁড়ে খাবেনা  সমস্ত বোধকে । 

তাই এই বেলায় আমিও ভুলে যেতে চাই

একজন বিবাগী শুধুই সুখের অভিনয় ,

ভালোবাসা অভিমানী ।

হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে দারাব চিলেকোঠায়

জস্না স্নাত রাতে 

প্রতিটি নিউরনের মত নিথর আর

আবেগশূন্য দিকভ্রান্ত পথিকের মত

রাতের গায়ে হাত বুলাবনা কিংবা

গুমের ঘড়ে বিরবির করে বলবনা কোন প্রিয় নাম

ঠিক এমনই একজন যে শিরা –

উপশিরা , হৃৎপিণ্ড চুষে জেনে নিবে

ভালোবাসার  সংজ্ঞা ।

কর্পোরেট ভালোবাসার মোড়কেই সমস্ত ইচ্ছে গুলো

ঠিক ডায়েরীর ভাঁজে শুকিয়ে যাওয়া

গোলাপের পাপড়ির মত ।

তাই আমিও ভুলে যেতে চাই একজন বিবাগী

হৃদয়ের রক্তক্ষরণে তোমাকে ভালোবাসি ।

   

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top