Today 04 Nov 2025
Top today
Welcome to cholontika

”কারিশমা”

: | : ১৪/০৯/২০১৩

পাকা রাঁধুনির কারিশমায়
কচুতেও ধরে না গলা,
বাকপটুর চোখা কথায়
কেউ হয় না  মন মরা।
কারো কারো দক্ষতায়
অকেজ বস্তুতে প্রাণ,
কারো কারো কারিশমায়
জনপ্রিয় সস্তা গান।
দক্ষ কৃষকের হাতের ছোঁয়ায়
কথা কয় খরা জমি,
ভাংগারীর হাতের পরশ লাগিলে
পরিত্যক্ত আসবাবও দামী।
মনের জোরে কত হিম্মতওয়ালা
বন-জংগল করে আবাদ,
শত প্রতিকুলতা অবজ্ঞা করে
আনে সভ্যতার প্রভাত।
তুচ্ছ-তাচ্ছিল্য ময়লার স্তুপ
মুল্যও আছে নাকি তার!!
গুনী লোকের কর্ম গুনে
তাও হয়ে যায় সার।
ভাঙ্গাচোরা কত কি
তা ও নয়কো ফেল্‌না,
কারিগরের শৈল্পিক ছোঁয়ায়
তা ও বনে খেলনা।
তুচ্ছ কথা-তুচ্ছ বিষয়
ভাবনার যেথায় নিরবতা,
কেউ কেউ ভাবে তা-
লিখে গল্প-কবিতা।

তুমি-আমি যেখানে ক্ষান্ত

যেখানে অকর্মা।

যোগ্যলোকের দক্ষ ছোঁয়ায়

সেখানেই কারিশমা।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top