Today 13 Jan 2026
Top today
Welcome to cholontika

শরতের মেঘগুলো

: | : ১৪/০৯/২০১৩

 শরতের আকাশে মেঘগুলো বাতাসে
দুপুরের পর
উড়ছে শুধু উড়ছে
হীন অবহেলাতে তার চলে যাওয়াতে
দেহ মন মোর
পুড়ছে শুধু পুড়ছে।

যেই সব রাতিতে ফোনে কান পাতিতে
বায়ু হয়ে মন
ছুটতো শুধু ছুটতো
আজি সে রাতগুলো আঁধারে চলে গেলো
ভাবি পরশন
আসতো ফিরে আসতো।

তবু আঁধার খেলা যাতে তারার মেলা
একান্ত মনে
জ্বলছে শুধু জ্বলছে,
আকাশের সে তারা স্বপনে ঝরে যারা
সে ছবি নয়নে
ভাসছে শুধু ভাসছে।

আমি তাই চেতনে যাই অবচেতনে
সাঁকো মাঝ পথে
দুলছে শুধু দুলছে,
কবে আসবে তারা দেহকে নেবে যারা
তারা কি আসতে
ভুলছে সব ভুলছে?

এসব ভাবা সাড়া তবু মরে নি যারা,
জীবনকে বয়ে
চলছে শুধু চলছে,
মাঝে মাঝে চুপ সে, কখনো শুধু হেসে
বাচালের ভয়ে
বলছে শুধু বলছে।

২৬.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top