Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

ছড়া

: | : ১৫/০৯/২০১৩

রবি দাদা বিশ্বকবি, কাজী ভায়া গরম;
লিখেটিখে বয়সকালে হলেন খানিক নরম।
জসিমুদ্দি গাঁয়ের কবি, গোবিন্দ দা বনের;
মধুসূদন সব লিখেছেন দু:খ নিয়ে মনের।
ছন্দ নিয়ে যাদু দেখান সত্যেন দা এসে;
অন্তমিল আর অনুপ্রাসে পদ্য ওঠে হেসে।
তিরিশ দশক পার না হতে নতুন ধারা এলো;
অন্তমিলে পদ্য লেখার দিন ফুরিয়ে গেলো !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top