Today 04 Nov 2025
Top today
Welcome to cholontika

তাঁর কথা

: | : ১৫/০৯/২০১৩

আমি এক কবি’র কথা বলি
যিনি লেখেন কবিতা, গল্প, ছড়া সবই
ছাপা হয়নি খবরের কাগজে
ছেপেছি আমার মনের গহীনে অতি যতনে,
কেউ বা বলেন
আমার কবি’র কবিতায় মেলেনা ছন্দ
তার সাথে আমার ওখানেই দন্দ্ব,

আমি এমন এক গায়িকার কথা বলি
যার সুরেলা কণ্ঠ আমাকে মোহীত করে,
যত শুনি ততোই মুগ্ধ করে ।

আমি এমন এক নায়িকার কথা বলি
মন করেছে জয় যার অভিনয়
যিনি প্রতিটি আলাদা চরিএে
‍দিবা রাত্রী সফল অভিনেত্রী
আমি এমন এক সেবিকার কথা বলি
তাঁর মায়াবী হাতের পরশ যায়না কখনো ভোলা
সেরা সেবিকা সেবা বিনে পয়সায় নেবা ।

সেরা রাধুনীর খেতাব তাঁকেই দিবে সকলি
আমি সেই রাধুনীর কথা বলি
আমি এমন এক শাসকের কথা বলি
যার সিংহাসন নেই
আমরা সকলেই তাঁকে মানি
তাঁর রাজ্যে তিনি সফল রানী
তাঁর শাসন সব সু-শাসনকে হার মানায়
পৃথিবীর কোন মায়াবী হাত নেই
তাঁর চেয়ে বেশি আদর বুলায়
মনের শত বেদনা যাতনা কষ্ট ভুলায় ।

আমি এমন এক বহুল প্রতিভাময়ীর কথা বলি
তিনি আর কেউ না তিনি আর কেউ না
তিনি আর কেউ না
তিনি আমাদের জননী ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top