Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

দুষ্ট দাদু

: | : ১৫/০৯/২০১৩

ছিল এক দুষ্ট দাদু
সদায় সদায় খেত মধু
একদা পাগল হয়ে
শুধুই খেত আম ,
আম পাগল বলে
তাকে ক্ষেপিয়ে তুলতাম ।

আম পাগল ডাকলে কেহ
কষিয়ে করে তাড়া
ইচ্ছা মত কান মলিত
পেলেই তাকে ধরা ।

ভেবেছিলাম মজার খেলা
তখন বুঝি নাই
ব্যাঙ্গা নামে করুণ জ্বালা
ক্ষমা চাচ্ছি তাই ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top