Today 31 Oct 2025
Top today
Welcome to cholontika

না হয়, থেকে যাও শুধুই অনুভবে………

: | : ১৫/০৯/২০১৩

প্রতিটা মানুষই একা
নির্জনে চোখ ছলছল !
জলও ফেলে হয়তো কেউ দু এক ফোটা,
অনেক অপ্রাপ্তি থেকে যায় জীবন জুড়ে
চলার পথে থমকে দাঁড়াই মাঝে মাঝে
কেনো এমন হয় আমার সাথেই
হাত বাড়ালেই ধরা দেয় না চাঁদ
পা বাড়ালেই পথ জুড়ে কাঁটাবন
চোখের পাতায় ভর করে অসহায়ত্ব
মন বাড়িয়ে যারে ধরতে যাই
সে যায় দুরে থেকে দুরে,
আর আমি থেকে যাই একা,
জনহীন নদীর কিনারায়,
জীবনের সায়াহ্নে এসে মন পেতে চায় অনেক কিছু
অপুর্ণতার বেড়াজাল ছিন্ন করে নির্বোধ অন্তর,
বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে বার বার নৈরাশ্য
সব কিছুতেই আমি অস্পৃহ
তবে কেনো ভয় পাও আমায়,
আমার সরলতা আমার অস্মিতা
পালিও না, অধরাই থাক,
রাখব দেখ! তোমায় অস্পৃষ্ট
অস্থৈর্য, ক্লান্ত আমি শেষপথে,
আমার বিরামহীন পথচলায়
না হয়, থেকে যাও শুধুই অনুভবে।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top