Top today
বরযাত্রা
এক্কা চলে হেলে দুলে
টিয়ের ছানা বর,
এতো দিনের পুরান সখী
ময়না হলো পর !
মোরগ চলে আগে আগে
সঙ্গে নিয়ে দই,
তমাল তলায় এসেই বলে
ফানুস ওড়ে ওই !
কাক বেচারা বেলের লোভে
মারলো গাছে ঢিল !
লগ্ন গেলো জলদি চলো বললো ভূবন চিল !
এক্কা চলে হেলে দুলে
টিয়ের ছানা বর,
এতো দিনের পুরান সখী
ময়না হলো পর !
মোরগ চলে আগে আগে
সঙ্গে নিয়ে দই,
তমাল তলায় এসেই বলে
ফানুস ওড়ে ওই !
কাক বেচারা বেলের লোভে
মারলো গাছে ঢিল !
লগ্ন গেলো জলদি চলো বললো ভূবন চিল !