Top today
বালিকা—০৩
বার বার ভুল করে গেলে
ভুল করে ভুল পথে
জমে থাকা সময় হারালে
কাল বিকেলে কী হবে বালিকা ?
গাছে শোভিত ফুল ঝরে গেলে
গতির জল ক্ষতিতে ক্ষয়ে গেলে
রাতহীন দিনের পৃথিবী জেগে থাকলে
অথবা দিনহীন রাতের পৃথিবী জাগলে
কী-ইবা মুল্য থাকে,বলো বালিকা বলো ?
বালিকা দৃষ্টির দরজার বাইরে গেলে
কে-ই বা আর মনে রাখে তাকে ?
বালিকা তুমি কী ভালোবাসো গানের যিশুকে
না ভালোবাসো তার সুরেলা শিশুকে ?
হে বালিকা, অমরাবতী বালিকা,
জীবনের অবেলায় নিশ্চয়-ই তুমি একা
তাই তুমি চলো, ছুটে চলো
জলে স্থলে অন্তরীক্ষে, আর তোমার
নিত্য পায়ের পদচিহ্ন রেখে যাও
অমৃতের অক্ষয় এঁকে এঁকে
ভেবে চিন্তে দেখে দেখে
জীবনকে-পথকে ভালোবেসে ।
( রাত ৯.৪২, ১৯ মে, শনিবার, মহাখালী, ঢাকা )