Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“মোড়ক”

: | : ১৫/০৯/২০১৩

আধুনিকা তুমি;তুমি সময়ের যোগ্য কর্ণধার।
তোমার চাল-চলন সময়ের পূর্ণ আধার।
তুমি ভীত নও কঠিন বাস্তবতার মোকাবিলায়।
কঠিন মনোবল তোমার-তাই কঠিন চ্যালেঞ্চ লুপে নাও অবলীলায়।
কাঠিন্যের আদল তোমার চোখে মুখে।
জিদের ঘোড়া তোমার কে আছে রুখে?
তুমি এগিয়ে যাও অগ্রে তোমার দৃঢ় লক্ষ্যে।
সাফল্যের একরোখা নীতি তোমার বক্ষে।

তবুও তুমি নারী;লজ্জাবতী
তুমিও সংকোচিত হও লাজে।
নারীর নমনীয়তা লুকিয়ে আছে
তোমার মনের গোপন বাজে।
তুমিও অভিমান কর;আহ্লাদ কর
চাও প্রেমের উষ্ণতা।
প্রেমের বাসর কল্পনা করে
তোমারও হয় গোপন সুখের মগ্নতা।
তোমার নরম তুলতুলে লাউলতা মন
পেঁচিয়ে ধরতে চায় প্রেমিকের বুক।
সনাতনী গৃহিণীর বেশে স্বপ্ন বাসনায়
তুমিও হও উন্মুখ।
দেখে না কেউ তোমার অন্তরের গোপন অন্দর
যেখানে তোমার বধুয়ার রুপ।
মোড়ক দেখে মুখস্থ ধারনা;
দেখেনি কেউ তোমার পূর্ণ নারীর প্রতিরুপ।
আমি উন্মোচন করেছি তোমায়
আমার অন্তর দৃষ্টিতে।
তুমি কোমল মায়াবতী নারী
যাচাই করেছি আমার হ্নদয় কষ্ঠিতে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top