Today 04 Nov 2025
Top today
Welcome to cholontika

শয্যাও পাতা আছে বন্ধু !

: | : ১৫/০৯/২০১৩

কাল বহমান,

হাওয়ার দাক্ষিণ্যে বয়ে যায় সময়ের কলতান,

বৃদ্ধ জটের শরীর বেয়ে

দণ্ডায়মান আমি।

অনেক বসন্ত ফিরে গেছে…উজান দেখেছি আমি,

লাল পলাশের নেশা,স্মৃতি বাঁধা সেই তুমি–

সবুজ লাবণ্য ঘেরা লালিম দুটি ঠোঁট,

মৃদু হাসির রেখা—টানটান প্রসারিত সেই দুটি চোখ !

শুধু স্মৃতি।

 

আকাঙ্ক্ষার মৃত্যু নেই জানি,

জন্ম তার অনিবার স্মৃতির ভারে ঘেরা,

শুধু বসে থাকা,চেয়ে থাকা সুদূর আকাশ,

রাতের চাহনি আঁধারে খসে পড়ে তারা,

কখনও ধরে নিই জাগ্রত আমি,কিন্তু কার প্রতীক্ষায় ?

নীরব আমন্ত্রণ রাখা থাকে জানি,

সায়াহ্নের বাঁশরির আলাপনে

উড়ে যায় বিষণ্ণ কালো মেঘ —

দ্বার খোলা আছে বন্ধু !

আসতে পার দ্বিধাহীন,নিদ্রায় কিম্বা জাগরণে—

শয্যাও পাতা আছে আমার।।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top