Today 13 Jan 2026
Top today
Welcome to cholontika

সৌরজগৎ ফুঁসছে রাগে

: | : ১৫/০৯/২০১৩

আকাশ বলে–ভুল হয়েছে,করেছি রং দেহের নীল

মানুষ গুলো ঠিক বুঝে যায়,কোনটা তারা কোনটা চিল

ভাবছি এবার বদলাবো রং দিনেরাতে ইচ্ছেমত

মেঘের কালো বাজের আলো,শয়তানরা দেখবে কত!

সূর্য বলে–আলোয় আলো সারা শরীর জ্বলে মরে

তাই দিয়ে গাছ খাবার বানায়,মানুষ তা চুরি করে

ভাবছি এখন ঠান্ডা হবো,মাঝেসাঝে দেব ডুব

ওজন-বাঁধন উধাও হলে বিচ্ছুগুলো জব্দ খুব।

পৃথিবী বলছে এখন–ঘুরেই মলাম সারা জীবন

ভাবছি এবার করব শুরু লাগাতার অনশন

বোমা বানায়,বোমা ফাটায়,আমার কথা ভাবছে কে

ব-ন্- ধ যদি ডেকেই ফেলি,ঠাঁই পাবে ওরা কোনলোকে?

সৌরজগৎ ফুঁসছে রাগে অচল বুঝি হলো সব

যুদ্ধবাজরা শুনছে কি-তা,বৃথা করি কলরব।

*

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top